৮৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক সিংগাইরে
সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গী এলাকা হতে ৮৫০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ এবং কবির আহমেদ (৩৮) ও মিন্টু মিয়া(৩০) নামে দুজনকে আটক করেছে র্যাব–৪। কুষ্টিয়া থেকে ফেনসিডিল বহনকারী ওই প্রাইভেটকারটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। র্যাব–৪ এর মেজর আব্দুল হাকিম এই তথ্য নিশ্চিত করেছেন।মেজর আব্দুল হাকিম জানান, শনিবার বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে আসা ঢাকা মেট্রো–খ–১২–২৫৭২ নম্বরের ওই প্রাইভেটকারটি হেমায়েতপুর–সিংগাইর সড়কের বিন্নাডাঙ্গী এলাকায় পৌছলে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে প্রাইভেটকারের ভেতর হতে ৮৫০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ এই মাদক জব্দ করা হয়। আটককৃত কবির আহমেদ কুষ্টিয়া জেলার মিরপুর থানার কাটদহ গ্রামের মৃত মনিরউদ্দিনের ছেলে এবং মিন্টু মিয়া চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তারা কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা হতে মাদক আমদানি করে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে বলে জানান র্যাব–৪। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব–৪ এর কর্মকর্তা মেজর আব্দুল হাকিম।