বিশ্ব ভালােবাসা দিবসে বগুড়ায় সিঙ্গেলরা প্রেমবিরােধী মিছিল মানববন্ধন ও সমাবেশ করেছে বগুড়া সিঙ্গেল কমিটি।
বিশ্ব ভালােবাসা দিবসে বগুড়ায় সিঙ্গেলরা প্রেমবিরােধী মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন বগুড়া সিঙ্গেল কমিটির সদস্যরা। ১৪ ফেব্রুয়ারি রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে মিছিল শেষে মানববন্ধন ও সমাবেশ করেন সিঙ্গেল কমিটির নেতৃবৃন্দ।
কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ রানার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি সাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সদস্য পায়েল হাসান, আলফিজুর রহমান, জহুরুল ও রাসেল।
আজিজুল হক কলেজে মানববন্ধন শেষে মিছিল নিয়ে বগুড়া শহরের সাতমাথায় এসে আবারও মানববন্ধন ও সমাবেশ করেন সিঙ্গেল কমিটির সদস্যরা। সমাবেশ শেষে ভালােবাসার পবিত্রতা রক্ষায় মিষ্টি মুখ করে কর্মসূচি শেষ করেন তারা।
বগুড়া সিঙ্গেল কমিটির সভাপতি বখতিয়ার হােসেন জনির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিঙ্গেল কমিটির নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সারাদেশে এখন প্রেমের নামে নষ্টামি চলছে। একজন ছেলে-মেয়ে একাধিক সম্পর্কে জড়িয়ে রয়েছেন। ভালােবাসার নামে ছেলেখেলায়। মেতেছেন তারা। ভালােবাসা পবিত্র। কিন্তু এখন প্রেমের নামে ভালােবাসাকে অপবিত্র করা হচ্ছে। এ বিষয়ে বগুড়ার প্রতিটি কলেজের শিক্ষার্থীদের সচেতন হওয়া জরুরি। লেখাপড়ার সময় প্রেমের সম্পর্কে জড়ানাে উচিত নয় কারও।
সমাবেশে বক্তারা আরও বলেন, ভালোবাসা। পবিত্র। তাই আজও আমরা সিঙ্গেল। আমাদের কমিটির সবাই ভালােবাসাকে পবিত্র মনে করে বলেই প্রেমের সম্পর্কে জড়াননি। অথচ এখনকার ছেলে-মেয়েরা একাধিক সম্পর্কে জড়িয়ে ভালােবাসাকে অপবিত্র করছেন। যারা একাধিক সম্পর্কে জড়িয়ে আছেন তাদের প্রতি ধিক্কার জানাই। আমরা সিঙ্গেল কেন প্রশাসনের কাছে জবাব চাই।
আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিবেন।
মহাস্থান ডটকম সম্পাদক নুরনবী রহমানঃ
যোগাযোগ ০১৭১১-৭১৭০১৫/